ফাজিল অনার্স ১ম বর্ষে ভর্তি কার্যক্রমের পুনঃনির্ধারিত তারিখসমূহ ২০১৯-২০২০:
- ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৩০/১১/২০১৯ তারিখ, সকাল ১১:০০ টা মধ্যাহ্ন ১২:০০ টা পর্যন্ত, ০১ ঘন্টা পরীক্ষা হবে।
- ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ভর্তি পরীক্ষার ফলাফল বা ১ম মেধাতালিকার ফলাফল --/--/২০১৯ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তির সময়: ০৫/১২/২০১৯ থেকে ১১/১২/২০১৯ তারিখ পর্যন্ত।
- ২য় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তির সময়: ১৪/১২/২০১৯ থেকে ২৩/১২/২০১৯ তারিখ পর্যন্ত।
- ব্যাংকে শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৪/১২/২০১৯ তারিখ হতে ২৬/১২/২০১৯ তারিখ পর্যন্ত।
ফাজিল অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তারিখ ২০১৯-২০২০:
- অনলাইন রেজিস্ট্রেশনের সময়: ০৬/০২/২০২০ হতে ১৬/০২/২০২০ পর্যন্ত।
- ফাইনাল সাবমিট দেওয়ার সময়: ১৭/০২/২০২০ ১৮/০২/২০২০ তারিখের মধ্যে Final Submit দিতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন চলাকালীন সময়ে Final Submit এর কোন অপশন দেয়া থাকবে না।
উল্লেখ্য যে,
- কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ঝাপসা বা নিজের ছবি ছাড়া অন্য কোন ছবি আপলোড করা যাবে না।
- Final Submit একবার করার পর কোন অবস্থাতেই পুনরায় লক খুলে দেয়া হবে না।
- নির্ধারিত তারিখের পর কোন শিক্ষার্থীর অনলাইন রেজিস্ট্রেশনের সুযােগ দেয় হবে না।
উল্লেখ্য যে , গত ১২/০৯/২০১৯ তারিখে প্রকাশিত স্মারক নং - ইবি/একা-8/ফা,অ,ভর্তি/২০১৮/ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফাজিল অনার্স ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলী দেখুন এখানে
Post a Comment