বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস ভর্তি তথ্য ২০২১
ভর্তির ন্যূনতম যােগ্যতা : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী বিএ (BA) ও বিএসএস (BSS) প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা যেকোনো সালে এইচএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় -এর ওয়েবসাইটে যান এখান থেকে
বিএ এবং বিএসএস ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ
- ভর্তির তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২০ থেকে ২৭ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত।
- ভর্তি ফরম জমাদানের সময় : অনলাইনে আবেদন সম্পন্ন করার ১ সপ্তাহ অথবা ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে Online -এ আবেদনের কপিসহ, শিক্ষাগত যােগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা উপআঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
- টিউটোরিয়াল ক্লাস শুরু: ০২ এপ্রিল, ২০২১
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস আবেদন করার পদ্ধতি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী বিএ (BA) ও বিএসএস (BSS) প্রোগ্রামে ভর্তির জন্য শুধুমাত্র Online এ আবেদন করা যাবে। এই আবেদন প্রক্রিয়া ৪ টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে এবং আবেদন করার পর নির্দিষ্ট সময়ের ভর্তি ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করুন এখান থেকে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রােগ্রামে Online ভর্তি প্রক্রিয়া
- অনলাইনে ভর্তি ফরম পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID ও password পাওয়া যাবে।
- এরপর Payment Option -এ ৩৮৯০/- টাকা ও প্রযোজ্য চার্জ কমিশনসহ বিকাশ(চার্জ ১%)/ভিবিবিএল(চার্জ ১৫ টাকা)/শিওরক্যাশ(চার্জ ১%) যেকোনটির মাধ্যমে প্রদান করা যাবে।
- ট্রানজেকশন আইডি ও মােৰাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ "payment successful" Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।
- Temporary User ID ও Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতাসহ অন্য সকল সনদের সত্যায়িত কপি ৩০/১২/২০২০ থেকে ২৭/০৩/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ভর্তি সম্পন্ন করতে যা প্রয়োজনঃ বাউবি'র আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সনদপত্রসমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনােনীত প্রার্থীকে Online -এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Online -এ ভর্তির সময় কোনো সমস্যা হলে যা করতে হবে
- Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে রকম সমস্যা হলে, ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে OSAPS (Online service & payment system) -এর Helpline নম্বরে অথবা help.osaps@bou.edu.bd ই-মেইলে অবহিত করতে হবে।
- প্রয়ােজনে পরিচালক, কম্পিউটার বিভাগ , বাউবি , গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করতে হবে।
- Online -এ ভর্তি আবেদন করার শেষ তারিখের ০৩ (তিন) কর্ম দিবসের পর কোনাে অভিযােগ গ্রহণযােগ্য হবে না।
- Online -এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য Helpline -এ উল্লেখিত ফোন নম্বরসমূহে অথবা বাউবি'র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যােগাযােগ করার জন্য অনুরোধ করা হলাে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রােগ্রামে ভর্তির সময় যা যা প্রয়ােজন
- ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, হার্ড ও স্ক্যান করা সফট কপি ( ৩০০*৩০০ পিক্সেল, JPG/JPEG ফরম্যাট)।
- SSC ও HSC অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সনদ এর কপি।
- জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।
- স্বাক্ষর এর স্ক্যান করা সফট কপি ( ৩০০*১০০ পিক্সেল, JPG/JPEG ফরম্যাট)।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রােগ্রামে ভর্তির ফির বিবরণ
- ভর্তি ফরম ফি ১০০/- টাকা।
- ডিজিটাল প্লাস্টিক ID Card ফি ২০০/- টাকা।
- রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা।
- প্রতি কোর্স ফি ৭৫/- টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০/- টাকা।
- একাডেমিক ক্যালেন্ডার ৫০/- টাকা।
- পরীক্ষার ফি ৩০০/- টাকা।
- এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০/- টাকাসহ সর্বমােট ৩৮৯০/- টাকা।
বি. দ্র.
বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোনাে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশােধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি - বিধান সকল আবেদনকারী এবং শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে বিএর জন্য কোন কোন সালের ছাত্রোরা আবেদন করতে পারবে।
ReplyDeleteযেকোনো সালে HSC পাশ হলেই আবেদন করা যাবে।
Deletediploma pass kore ki parbe
Deleteহ্যা, ডিপ্লোমা পাস করেও ভর্তি হতে পারবে। কেননা, ডিপ্লোমা এইচএসসি সমমান।
Delete২০১৫ সালে ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম কিন্তু অভাবের কারনে পড়তে পারিনি।এখন কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ ভর্তি হতে পারবো।উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ ভর্তি হতে গেলে কি কলেজের ভর্তি বাতিল করতে হবে
ReplyDeleteহ্যা, উন্মুক্ততে ভর্তি হতে পারবেন। এতেকরে কলেজের ভর্তি বাতিল করতে হবে না।
DeleteBSS er subjectgulo ki ki thakbe?
ReplyDelete1st year
2nd year
3rd year
Plz ans diben.
বিএসএস ডিগ্রিধারী হতে হলে ‘সমাজবিজ্ঞান’ গ্রুপ থেকে দুটি এবং ‘মানবিক’ গ্রুপ থেকে একটি বিষয় নির্বাচন করতে হয়।
Deleteমানবিক গ্রুপের বিষয় সমূহ হচ্ছে-ইতিহাস, দর্শন ও ইসলামিক স্টাডিজ।
সমাজবিজ্ঞান গ্রুপের বিষয়সমূহ হচ্ছে-রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং ভূগোল ও পরিবেশ।
এছাড়া, বাংলা ও ইংরেজি আবশ্যিক বিষয় রয়েছে। আবার প্রতি বছরে পৃথক দুটি সেমিস্টার রয়েছে।
★★১ম ইয়ার
→১ম সেমিস্টার : বাংলা-১ (আবশ্যিক),ইংরেজি (আবশ্যিক), সিভিক এডুকেশন-১ (আবশ্যিক), সিভিক এডুকেশন-২ (আবশ্যিক)
→ ২য় সেমিস্টার : বাংলা-২ (আবশ্যিক), ইতিহাস-১, দর্শন-১, সিভিক এডুকেশন-২, ইসলামিক স্টাডিজ-১, রাষ্ট্রবিজ্ঞান-১, অর্থনীতি-১, সমাজতত্ত্ব-১, ভূগোল ও পরিবেশ।
দ্বিতীয় সেমিস্টারে কোর কোর্সসমূহ থেকে মোট তিনটি কোর্স নিতে হয় বা চয়েজ করতে হবে।বিএসএস ডিগ্রির জন্য সমাজবিজ্ঞান গ্রুপ থেকে দু’টি এবং মানবিক গ্রুপ থেকে একটি কোর্স নিতে হয়। এভাবে বাকি ৪ সেমিস্টারের, ৩,৪,৫,৬ পর্যন্ত বই থাকবে। উল্লেখ্য ২য় সেমিস্টারে যা চয়েজ করবে, বাকি সেমিস্টারে শুধু সেসব বিষয়ের পার্ট থাকবে। তবে ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারে ইতিহাস-৩ ও ইতিহাস-৫ আবশ্যিক বিষয় হিসেবে সকলের থাকবে।
দয়া করে জানাবেন কি?
ReplyDeleteবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ২য় বর্ষের ভর্তি কি শুরু হয়েছে?আমি ভর্তি হয়েছি ৫ ডিসেম্বর =১ম বর্ষ
কলেজ থেকে আবার ফোন দিয়েছে ২য় বাবা ভর্তি করে আসছে। দয়া করে জানালে খুবই উপকৃত হতাম।
হ্যা, শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ০২/১১/২০২০ তারিখ পর্যন্ত।
Deleteবিভিন্ন ভর্তি, সেমিস্টার ভর্তি, পরিক্ষার রুটিন,পরিক্ষা সংক্রান্তে যাবতীয় তথ্য প্রত্যেক শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানালে খুবই উপকার হতো। অনেক সময় আমরা কর্মব্যস্ত মানুষেরা এসব তথ্য থেকে বঞ্চিত হয়ে অনেক বিষয়ে মিসিং হওয়ার সম্ভাবনা থাকছে। মাননীয় বাউবির কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ
ReplyDeleteবিএ ডিগ্রিদারি হতে চাইলে কোন গ্রুপ হতে কোন কোন বিষয় নিতে হবে। ভর্তির সময় কি সনদপত্রের মুল কপি দেওয়া লাগে??
ReplyDeleteএকটু উপরের কমেন্টে দেখুন কোন গ্রুপ গ্রুপ থেকে কোন কোন বিষয় নেওয়া যাবে, সে সম্বন্ধ্যে বিস্তারিত বলা আছে। আর যদি মূল সনদ না থাকে, তাহলে ফটোকপি দিলেই হবে তবে তা সত্যায়িত হতে হবে।
Deleteআমি ২০১৮ সালে অনার্সে ভর্তি হয়েছি তারপর আর পড়ি নাই,,এখন আমি কি উন্মুক্ত তে পড়তে পারবো,
ReplyDeleteহ্যা অবশ্যই পারবেন।
Delete১ম সেমিস্টার বিএ এর পরিক্ষা কবে হবে
ReplyDeleteস্যার বিএ/বিএসএস শিক্ষাবর্ষ ২০২০ পরিক্ষা কবে হবে
ReplyDeleteদুঃখিত! আমাদের সাইট সরাসরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো সাইট নয়। তাই আমরা বলতে পারছি না।
DeletePost a Comment