পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবে। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খােলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের নতুন ক্লাস রুটিন ২২ নভেম্বর হতে ২৬ নভেম্বর পর্যন্ত
--
২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত
'আমার ঘরে আমার স্কুল' ক্লাস রুটিন ০৮- ১২ নভেম্বর
'আমার ঘরে আমার স্কুল' ক্লাস রুটিন ০৮ অক্টোবর পর্যন্ত
'আমার ঘরে আমার স্কুল' ক্লাস রুটিন 17 সেপ্টেম্বর পর্যন্ত
২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত
১৬ আগষ্ট থেকে ২০ আগষ্ট
২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ২০২০
১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ২০২০
প্রকাশিত রুটিনে বলা হয়েছে যে, পরবর্তী সপ্তাহের রুটিন যথা সময়ে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
"আমার ঘরে আমার স্কুল" কর্মসূচীর মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির লাইভ ক্লাস দেখার পদ্ধতি
"আমার ঘরে আমার স্কুল" কর্মসূচীর মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য অনলাইনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির ক্লাস শুধুমাত্র ডিস লাইনের "সংসদ টেলিভিশন" এ লাইভ সম্প্রচার হবে। তবে হতাশ হওয়ার কিছু নেই। এর বিকল্প হিসেবে আমরা Facebook, Youtube সহ Website ও দেখতে পারবো। চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে বিকল্প পদ্ধতিতে দেখতে পারি-
- FaceBook থেকে আপনারা সব লাইভ ক্লাস দেখতে পারবেন। ফেসবুকের A2I পেইজ থেকে লাইভ ক্লাস দেখতে পারবেন।তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ Edu Masail - EM থেকেও লাইভ ভিডিও দেখতে পারবেন।
- YouTube এর বিভিন্ন চ্যানেল থেকে আপনারা লাইভ ক্লাস দেখতে পারবেন।
- Website থেকেও লাইভ ক্লাস দেখতে পারবেন। যেমন- জাগোবিডি.কম
Post a Comment